চলুন উদ্যোক্তা হই
বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখি

আপনার উদ্যোক্তা হবার সপ্ন পুরনে আমরা বদ্ধপরিকর
বিনা পুজিতে উদ্যোক্তা হওয়ার জন্য বিস্তারিত পড়ুন


আপনার থানায় প্রতিষ্ঠিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়,মাদ্রাসা, হাসপাতাল, ডায়াগনিষ্টিক সেন্টার, ডক্টর ভিজিট, কুরিয়ার সার্ভিস, সুপার শপ, ফার্মেসী, গার্মেন্টস, ট্রেনিং সেন্টার, কোচিং সেন্টার, ডিস ব্যাবসা, ইন্টারনেট ব্যবসা সহ যে কোন ধরণের ব্যবসার জন্য সফটওয়্যার, ওয়েবসাইট, ডোমেন, হোস্টিং, সার্ভার, ডিজিটাল মার্কেটিং সহ যে কোন ধরণের আইটি সেবার মার্কেটিং এবং অর্ডার কালেক্ট করবেন। VISIT: https://softhost.com.bd

আপনার পরিচালনাধীন থানায় যাদের কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে কিন্তু সরকারী অনুমোদন নাই আমাদের শাখা হিসেবে ওয়েবসােইটে রেজিস্ট্রেশন করবেন তাদের প্রশিক্ষানার্থীরা সরকার অনুমোদিত এবং অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট পাবে। VISIT: https://center.softhost.com.bd/

আপনার পরিচালনাধীন থানায় আমাদের প্রতিষ্ঠিত ইকমার্স এর মাধ্যমে যে কোন ধরণের প্রোডাক্ট অর্ডার করে কাস্টমার এর কাছে বিক্রয় করতে পারবেন , অগ্রিম কোন পেমেন্ট প্রদান করতে হবেনা পন্য হাতে পেয়ে দাম পরিশোধ করতে পারবেন। VISIT: https://itbazar.softhost.com.bd/

আপনার পরিচালনাধীন থানায় বিমানের টিকেট, ট্যুরিস্ট ভিসা প্রসেস ও ট্যুর প্যাকেজ এর অর্ডার নিয়ে বিক্রয় করতে পারবেন। VISIT: https://www.airskybd.com/ উপরোক্ত সেবা সমূহ প্রদান করার জন্য আপনার আর কোন টাকা খরচ হবেনা

আপনার প্রফিট ১.প্রতি সফটওয়্যার এবংওয়েবসাইট এর এককালিন মূল্যের উপর ৩০% কমিশন এবং প্রতি বছর সার্ভিস ফি এর উপর ১০% পাবেন ২. ট্রেনিং সেন্টার রেজিস্ট্রেশন ফি এর ৫০% এবং প্রতি স্টুডেন্টস রেজিস্ট্রেশন ফি এর ২০% কমশিনপাবেন ৩. কোম্পানীর শেয়ার বিক্রি করতে পারলে প্রতি শেয়ারের উপর ১০% কমিশন পাবেন ৪. প্রতি ডোমেইন এর জন্য প্রথম বছর ১০০ টাকা এবং রিনিউ করার প্রতি বছর ১৫০ টাকা কমিশন পাবেন ৫. প্রতি হোস্টিং প্যাকেজএর উপর প্রথম বছর ১৫% এবং প্রতি বছর রিনিউ ফি এর ১০% কমিশন পাবেন ৬. এয়ারটিকেট এর কমিশন তাৎক্ষণিক নির্ধারণকরে জানিয়ে দেওয়া হবে ৭. ভিসার কমিশন তাৎক্ষণিক জানিয়ে দেওয়া হবে ৮. ই-কমার্স প্রোডাক্টস বিক্রয়ের কমিশন তাৎক্ষণিক জানিয়ে দেওয়া হবে

আপনি আমাদের থেকে যা যা পাবেন 1. উপরোক্ত সেবাগুলো অথবা প্রোডাক্টগুলো কাস্টমারের হাতে পৌঁছে দেয়ার জন্য যা যা দরকার সমস্ত পদক্ষেপ এবং সাপোর্ট আমরা প্রদান করব। 2. আইটি সেবা বিক্রয় করার জন্য যা যা টেকনিক্যাল সাপোর্ট এবং ট্রেনিং দেওয়া দরকার হবে আমরা আপনাকে ট্রেনিং করিয়ে দেবো 3. মার্কেটিং এবং ব্যবসা পরিচালনার জন্য একটি ওয়েবসাইট আপনাকে প্রদান করা হবে VISIT: https://itudyokta.com/join (শর্ত প্রযোজ্য) 4. ভিজিটিং কার্ড পাবেন (শর্ত প্রযোজ্য) 5. আইডি কার্ড পাবেন (শর্ত প্রযোজ্য) 6. সম্মানজনক আকর্ষণী কমিশন থাকবে (শর্ত প্রযোজ্য)

আপনি যা দিবেন 1. আপনার একটি স্মার্ট মোবাইল অথবা ল্যাপটপ দুইটার থেকে যেকোনো একটা অবশ্যই থাকতে হবে 2. আপনার যদি কোন অফিস রুম অথবা কোন দোকান থাকে তাহলে খুবই ভালো হয় না থাকলেও কোন সমস্যা নাই উল্লেখ্য যেহেতু কমিশনের ভিত্তিতে আপনাকে নিয়োগ করা হচ্ছে তাই অর্ডারের মূল্য ক্লাইন্ট কোম্পানির ব্যাংক একাউন্ট অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশেোধ করার সাথে সাথে প্রি-পেইড সিস্টেমে আপনার কমিশন আপনাকে পরিশোধ করা হবে। কোনো অবস্থাতে ক্লাইন্ট এর প্রদেয় অর্থ থেকে আপনার কমিশন কর্তন করতে পারবেননা এবং কোম্পানীর নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রয় করতে পারবেননা। বোনাসঃ বছরে ২বার আপনাকে বোনাস দেওয়া হবে #পবিত্র ঈদ উল ফিতরের মাসে কাজ করে যা আপনি কমিশন পাবেন তার ১৫% আপনাকে অতিরিক্ত কমিশন বোনাস প্রদান করা হবে, অনুরূপভাবে পবিত্র ঈদ উল আজহার সময় আপনাকে ২০% অতিরিক্ত কমিশন বোনাস প্রদান করা হবে।

দায়-দায়িত্ব :
কোম্পানীর ৪টি প্রকল্প সম্পর্কে স্পষ্ট ধারণা ও প্রশিক্ষণ নিয়ে তা ফিল্ডে বাস্তবায়ন করতে দায়বদ্ধ থাকবেন।
মার্কেটিং এর সকল পদ্ধতি ব্যবহার করে যাচাইপূর্বক সঠিক ক্রেতা নির্বাচন এবং বিক্রয় ও কালেকশন শতভাগ নিশ্চিতকরণ।

র্শতাবলী: কর্তৃপক্ষকে না জানিয়ে কোনো ধরণের লেনদেন করা যাবেনা অন্য কোনো কোম্পানীর সাথে কাজ করা যাবেনা অথবা প্রোডাক্ট কাস্টমারকে অফার বা বিক্রয় করতে পারবেন না নিয়োগকারী কর্তৃপক্ষ যেকোনো সময় এই নিয়োগপত্র সংশোধন/বাতিল করার চূড়ান্ত এখতিয়ার রাখে
বিশেষ দ্রষ্টব্যঃ
উপরোক্ত সমস্ত কাজ আপনি আমাদের তৈরীকৃত অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করতে পারবেন। আপনার রেজিস্ট্রেশন সাবমিট করার পর আপনার মোবাইল নাম্বারে একটি এসএমএস এর মাধ্যমে ইউজার নাম এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে, লগিন করার পর আপনি একটিভ নামে একটি বাটন দেখতে পাবেন একটিভ বাটনে ক্লিক করলে আপনি ইনস্টেন্ট সফটওয়্যারে এক্সেস পেয়ে যাবেন যার মাধ্যমে বিজনেস পরিচালনা করতে পারবেন। সফটওয়্যারে যা যা আছে- কাস্টমার ম্যানেজমেন্ট, অর্ডার ম্যানেজমেন্ট, প্রডাক্ট লিস্ট, সকল সফটওয়্যারের ডেমো এক্সেস, হিসাব-নিকাশ, রিপোর্ট দিয়ে সাজানো একটি ড্যাশবোর্ড, মার্কেটিং সিস্টেম সহ আরো অনেক কিছু আপডেট করা হবে।
উপরোক্ত সুবিধা, দায়িত্ব, কার্যাবলি, মাসিক লক্ষ্যমাত্রা ও শর্ত বুঝে শুনে, মেনে, কারো দ্বারা প্ররোচিত না হয়ে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করলাম